শান্তিগঞ্জে পৃথক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী
হাওরের উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ১:২০:৪৫ অপরাহ্ন
শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনা হাওরের মানুষকে ভালোবাসেন। সুনামগঞ্জের মানুষের প্রতি তার নজর বেশি। তিনি চান হাওরের মানুষ উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাক। এজন্যই তিনি সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, টেক্সটাইল, বিশ্ববিদ্যালয়, বিটাকসহ অসংখ্য মেগা প্রকল্প দিয়েছেন। তাই হাওরের উন্নয়নের জন্য আমাদের দরকার শেখ হাসিনার। উন্নয়নের
ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
গতকাল শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে কালনী নদীতে ১৩ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নোয়াখালি-জামলাবাজ সেতুর উদ্বোধন পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশ যখন উন্নয়ন অগ্রগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে; তখন একটি গোষ্ঠী আছে যারা উন্নয়ন চায় না। তারা ভাংচুর, জ্বালাও পোড়াও করে দেশের ক্ষতি করতে চায়। যারা এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় ,তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। মন্ত্রী আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উ
ন্নয়নের জন্য যতকিছু প্রয়োজন সব করা হবে।
আওয়ামী লীগ নেতা আছির মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সিনিয়র সহ-সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর পুত্র অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, নোয়াখালী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রুকনুজ্জামান রুকন, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবেল আহমদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।
অপরদিকে, বিকেলে স্বপ্নের পাথারিয়া সেতুর উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।