প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সিসিক’র বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ১:৩২:২০ অপরাহ্ন
ডাক ডেস্ক : একনেক সভায় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে ১৪শ’ ৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শোভাযাত্রাটি নগরভবন থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হবে।
আনন্দ শোভাযাত্রায় সিলেট সিটি কর্পোরেশনের সকল সম্মানিত নাগরিকদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী পরিষদের বৈঠকে সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের কল্যাণে মহানগরের সম্প্রসারিত এলাকাসহ সমন্বিত অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রস্তাবে ১৪শ’ ৫৯ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।