জুড়ীতে শান্তি সমাবেশে পরিবেশমন্ত্রী বিএনপি বিদেশিদের দয়ায় ক্ষমতায় যেতে চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ১:৪৮:৫১ অপরাহ্ন
জুড়ী (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বিদেশিদের সাহায্য চায়। জনগণের উপর তাদের বিশ্বাস নেই। তারা বিদেশিদের দয়ায় ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, দেশের মালিক জনগণ। এদেশের জনগণের ভোটে যে নির্বাচিত হবে, সে ক্ষমতায় যাবে।
গতকাল শনিবার বিকেলে জুড়ী শিশু পার্কে জুড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দেশব্যাপী বিএনপি, জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস এর বিরুদ্ধে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন। তা দেখে বিদেশিরা দিশেহারা। নিন্দুকের মুখে চুনকালি দিয়ে জুড়ীতে সাফারি পার্ক অনুমোদন
দেয়া হয়েছে। দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী না করা পর্যন্ত ঘরে ফেরা যাবে না। জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাসুক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফুলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।