প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সিসিক’র র্যালী
প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার হবে : আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ৫:০৮:০২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক। তাই, বিভিন্ন সময়ে তিনি নগরবাসীর কল্যাণে বড় বড় প্রকল্প অনুমোদন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ১ হাজার ৪৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিলেন। তিনি নগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারী বরাদ্দের প্রত্যেকটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার করে সিলেটকে একটি আদর্শ নগরী হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
মেয়র গতকাল রোববার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে ১ হাজার ৪৫৯ কোটি টাকার প্রকল্প একেনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত র্যালী পরবর্তী সভায় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
দুপুর ১২ টায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে নগরভবনের সামনে থেকে র্যালিটি বের হয়ে বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও নগরবাসী র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি চলাকালে নগরীর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নগরবাসী ও পথচারীরা করতালি দিয়ে সিসিক মেয়রকে স্বাগত জানান। সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন সিসিকের সিনিয়র কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ। এসময় তারা প্রধানমন্ত্রীর সহযোগিতায় সিসিকের নাগরিক সমস্যাগুলো সমাধান ও বসবাসের জন্য একটা আদর্শ নগরী গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।