ছাতকে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
যুবলীগ আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করছে ঃ এমপি মানিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ১:১১:৪০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে যুবলীগ কাজ করছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবলীগ অগ্রণী ভূমিকা রেখেছে। দেশব্যাপী হরতাল, নৈরাজ্য, অবরোধের নামে পুলিশ হত্যা, গাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর করে সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে বিএনপি।’
তিনি বলেন, ‘বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ছাতক দোয়ারা বাজার ছিল উন্নয়ন বঞ্চিত। শেখ হাসিনা সরকারের আমলে ছাতক দোয়ারা বাজারে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।’
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামীলীগ সরকারের আমলের উন্নয়ন কার্যক্রম মানুষের কাছে তুলে ধরতে হবে। বিএনপি’র সকল অপকর্মের জবাব রাজপথে থেকে দিতে হবে।’
এমপি মানিক আরো বলেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা’র নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় বসাতে হবে।
মুহিবুর রহমান মানিক এমপি গত শনিবার সন্ধ্যায় তার ছাতকস্থ মন্ডলীভোগের বাসায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ চেয়ারম্যান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সদস্য আফজাল হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান হিরু, পৌর আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ।
আরো বক্তব্য রাখেন উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল হুদা, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাহমুদুর রহমান জুসেফ, যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরজ আলী, মিজানুর রহমান রাসেল, রাফি আহমদ রিংকু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আঙ্গুর আলম, প্রচার সম্পাদক আমতর আলী, সদস্য সুরেতাজ মিয়া, নিয়ামত আলী, লিটন মিয়া, আব্দুল করিম, ভাতগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক কয়েস আহমদ, সিংচাপইড় ইউনিয়ন যুবলীগের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক সাচ্চু মিয়া, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ,কালারুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলু মিয়া, ছাতক সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আমিরুল হক, ইউনিয়ন যুবলীগ নেতা ডাঃ আব্দুল সালাম, পাবেল আহমদ, আমির আলী, মুহিবুর রহমান, আব্দুল গফুর, সুমন মিয়া, সফিকুন নুর, আব্দুর রশিদ, রুপন মিয়া, লাল মিয়া, আব্দুল সালাম, ওমর আলীসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।