অপরাজিত থেকে সেমিফাইনালে ভারত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ১:২৬:২৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে অবিশ্বাস্য ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের স্বাগতিকরা গ্রুপ পর্বে অপরাজিত থেকে সবার আগে এবং সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে নিজেদের টানা জয়ের ধারা অব্যাহত রাখে ভারত। ৪১০ রানের পাহাড় জমা করে নেদারল্যান্ডসকে ২৫০ রানে অল আউট করেছে ভারত। ভারতের জয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
গতকাল রোববার বেঙ্গালুরুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় ভারত। টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল অর্ধশতক করেন। গিল ৫১ এবং রোহিত ফেরেন ৬১ করে। ফিফটি তুলে নেন বিরাট কোহলিও। দলীয় ২০০ রানের সময় তৃতীয় ব্যাটার হিসেবে তিনি ফেরেন ৫১ করে। এরপর চতুর্থ উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল যোগ করেন ২০৪ রান। ৮৪ বলে
শতক করা আইয়ার ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকলেও ইনিংস শেষের ১ বল আগে আউট হন রাহুল। ৬৪ বলে ১০২ রান করেন তিনি। ভারত থামে ৪১০ রানে। টার্গেট তাড়া করতে নেমে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের গতি আর রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে ২৫০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন তেজা নিদামানুরু। ৪৫ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবিন্দ্র জাদেজা ২টি করে উইকেট শিকার করেন।