আমরা চাই বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করুক: তথ্যমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৩, ১:৩৮:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে যাওয়া বা না যাওয়া যে কোনো রাজনৈতিক দলের অধিকার। কিন্তু নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারও নেই। নির্বাচন প্রতিহত করার কথা বলা মানে, দেশবিরোধী-গণতন্ত্রবিরোধী কথাবার্তা। যারা দেশবিরোধী-গণতন্ত্রবিরোধী বক্তব্য রাখবে কিংবা অপচেষ্টা চালাবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে। তবে, আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। তাদের জনপ্রিয়তা যাচাই করুক।
গতকাল রোববার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে লায়ন মুহা. মীযানুর রহমান রচিত ‘সময় এখন বাংলাদেশের’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। তারা একটা শিডিউল দেবে। সেই শিডিউল অনুযায়ী নির্বাচন হবে। সে সময়ের মধ্যে তারা নির্বাচনে এলে তাদের নিয়েই নির্বাচন হবে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা যদি না আসে তাহলে তো অবশ্যই গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখার জন্য নির্বাচন হতে হবে। কোনো একটি দল না এলেও আরও দল আছে, তারা তো অংশগ্রহণ করবে, জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে এবং একটি অবাধ ও সুষ্ঠু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে। তারা তো সিটি করপোরেশনগুলোতেও আগে আসেনি। কিন্তু সেখানে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং সেই নির্বাচনগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।