বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল চলছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৩, ১১:৫২:৪৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
এদিকে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের লাঠিপেটার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় এ ঘটনায় জোটের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।