সিলেটে ইফা মহাপরিচালক ড. বশিরুল আলম
টিকাদান কর্মসূচিতে ইমামদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ১১:২৭:০৩ অপরাহ্ন

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম বলেছেন, ইমামদের ভূমিকার কারণে বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুহার কমানো সম্ভব হয়েছে। মধ্যপন্থার দেশ হিসেবে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি।
তিনি আরও বলেন, ইমামদের কথা মানুষের কাছে সর্বোচ্চ বিশ্বাসযোগ্য। এজন্য সরকার ইমামদের মাধ্যমে উন্নয়নের ম্যাসেজ জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। আর প্রশিক্ষিত ইমামরা সামাজিক সমস্যা মোকাবেলায় নিরন্তর কাজ করে যাচ্ছেন। করোনাকালে ইমামদের তৎপরতা সারা বিশ্বে নজির স্থাপন করেছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল তিনটায় ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে ইউনিসেফের সহযোগিতায় ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় সিলেট সিটি করপোরেশন এলাকার ইমাম, খতিব ও মহিলা শিক্ষিকাদের নিয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুল বাকীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মামুনুর রশিদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা আবিদ হাসান ও মহিলা শিক্ষিকা মাহবুবা সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি