এমসি কলেজ পদার্থ বিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৮:৫৭:৫০ অপরাহ্ন
এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষাবিদ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের মডেল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এম সি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী ফৌজিয়া আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী। সভায় বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা মানব জাতির কল্যাণে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র শিক্ষাবর্ষ ভিত্তিক যোগাযোগ থাকলেও বিভাগ ভিত্তিক যোগাযোগ গড়ে না উঠায় সম্মিলিত কোন উদ্যোগ বা কর্মসূচী ইতোপূর্বে অনুষ্ঠিত হয়নি। এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহম্মদ আলাউদ্দিন খানের উদ্যোগ ও এবং বিভাগের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতায় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা পদার্থবজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন গঠনের মাধ্যমে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তা পারস্পরিক বন্ধন, বিভাগের সুনাম ও অগ্রযাত্রাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
সভায় সর্বসম্মতিক্রমে পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন মুরারিচাদ কলেজ নামে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠনের সূচনা করা হয়। উক্ত সংগঠনে সর্বসম্মতিক্রমে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে কার্যকরী কমিটি গঠনসহ ১৭ সদস্য বিশিষ্ট এডমিন প্যানেল নির্বাচন করা হয়। -বিজ্ঞপ্তি