চৌকিদিখী এলাকায় হরতাল সমর্থকদের পিকেটিং, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ১:৩৪:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিএনপির ডাকা হরতালের প্রথম দিনে সিলেটে বিক্ষিপ্ত পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আজ সকালে নগরীর চৌকিদিঘী এলাকা, সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকা ও বিমানবন্দর এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও পিকেটিং করেছে।
এদিকে সিলেট নগরের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া টহল দিতেও দেখা গেছে একাধিক দলকে।
প্রত্যক্ষদর্শীরা জানা, সকাল সাতটার দিকে নগরের চৌকিদিখী এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে একদল যুবক। পরে ঘটনাস্থলে পুলিশ আসার খবরে ওই এলাকা ত্যাগ করে তাঁরা।
দুপুর ১২টার দিকে আবারও চৌকিদিখী এলাকার সড়েক পিকেটিং করে হরতাল সমর্থকরা। এ সময় একটি ট্রাক ভাঙচুর করতে দেখা যায় তাদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা মোটরসাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ছাড়া নগরের ওসমানী মেডিকেল কলেজ রোড, বিমানবন্দর এলাকা এবং সিলেট–সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার সড়কে বিক্ষোভ ও পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপির ডাকা হরতালের প্রথম দিনে সিলেটে যানবাহনের চলাচল অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম দেখা গেছে। আজ রোববার সকাল থেকে সিলেট নগরীর সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, লেগুনা, মোটরসাইকেল ও ব্যক্তিগত কার চলাচল করতে দেখা গেছে। তবে এর পরিমাণ অবরোধের দিনগুলোর চেয়েও কম ছিল।
সিলেট থেকে আজ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ সকাল থেকে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে। আজ সকাল ছয়টা থেকে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি।