সুনামগঞ্জে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ২:১৮:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৮০ নেকাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
মামলায় আরও অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক মতিউর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
গতকাল রোববার সুনামগঞ্জ শহরে হরতালের সমর্থনে বিএনপি মিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে তাঁদের পুলিশ বাধা দেয়। এ সময় তারা তিন দিক থেকে তাঁরা পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সাত পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
মামলার আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।