সিলেটে হরতালে বিএনপি-জামায়াতের ৬ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ২:৩৭:৫২ অপরাহ্ন
সিলেটে হরতালে বিএনপি-জামায়াতের ৬জনকে আটক করেছে পুলিশ। তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে গতকাল রোববার সিলেটে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৬জনকে আটক করে পুলিশ।
সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর বিভিন্ন থানার অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১জন, শাহপরাণ থানা পুলিশ ১ জন ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ৪জনকে আটক করেছে। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায় নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।