ডিবি অফিসে গিয়েছিলেন আলোচিত অভিনেত্রী তানজিন তিশা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৮:১৩:৫১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : ডিবি অফিসে গিয়েছিলেন অভিনেত্রী তানজিন তিশা।
আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরের পরে তিনি রাজধানীর ডিবি কার্যালয়ে যান তিনি। এ সময় তিনি ডিবি প্রধান হারুন-অর-রশিদের সাথে দেখা করেন।
এক ফেসবুক পোস্টের মাধ্যমে হারুন-অর-রশিদ জানান, ‘আইনগত সহায়তা পাওয়ার জন্য ডিবি কার্যালয় আসছিলেন অভিনেত্রী তানজিন তিশা।
পোস্টের সঙ্গে তিনি বেশ কয়েকটি ছবিও যুক্ত করেন। ছবিতে যেখা যাচ্ছে তানজিন তিশা এক পাতার একটি কাগজ তুলে দিচ্ছে ডিবি প্রধানের হাতে। অনুমান করা যাচ্ছে ডিবি প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এই অভিনেত্রী। তবে ঠিক কার বিরুদ্ধে কি অভিযোগ সেটা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গত ১৬ নভেম্বর অসুস্থ হয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেত্রী। তখন খবর বেরোয় ‘প্রেমঘটিত’ কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।
যদিও একদিনের মধ্যে সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন। পরে ফেসবুক পোস্ট ও লাইভে এসে জানান, তিনি ফুড পয়জিং এর কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।