ফটো জার্নালিস্ট এসোসিয়েশনকে স্থায়ী অফিস দিলেন দানবীর রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ১২:৩২:৫১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটিকে স্থায়ী কার্যালয় হস্তান্তর করলেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ মেডিকলে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও রাগীব রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দৈনিক সিলেটের ডাকের সম্মেলন কক্ষে এসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে তিনি বলেন, ফটো সাংবাদিকরা সমাজের দর্পন। তারা সবসময় দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি সিলেটের ফটো সাংবাদিকদের উৎসাহ উদ্দীপনা প্রদানের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি।
এ সময় তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে মধুবন সুপার মার্কেটের ৫র্থ তলায় কার্যালয় ও চিত্র গ্যালারীর জন্য ২টি রুম প্রদান করেন। আগামীতে যেকোন কাজে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমদ, গবেষণা সহকারী জসিম আল- ফাহিম, পিএ টু ট্রেজারার লোকমান আহমদ, মধুবন মার্কেটের ম্যানেজার শিমুল ও মিজানুর রহমান প্রমুখ।
এসোসিয়েশনের পক্ষে থেকে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি