এই শীতেই হবে ৩৮ লাখ বিয়ে!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৫:৩৩:৩৫ অপরাহ্ন
অনলাই ডেস্ক : এই শীতে বিয়ে শুরুর অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। তাঁদের ধারণা, এবার শীত মৌসুমে ৩৮ লাখ বিয়ে হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ীরা বলছেন ৪ দশমিক ৭৪ লাখ কোটি রুপির ব্যবসা হবে এবার। সেটা হলে গত বছরের তুলনায় বিয়ের অর্থনীতিতে বড় ধরনের প্রবৃদ্ধি আনবে। গত বছর সাড়ে ৩৭ লাখ বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩ দশমিক ৭৫ লাখ কোটি রুপির ব্যবসা হয়েছে।
২৩ নভেম্বর উঠান একাদশীর মধ্য দিয়ে ভারতে বিয়ের মৌসুম শুরু হবে, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার বিয়ের মৌসুমে জমজমাট ব্যবসা হবে বলেই ধারণা ব্যবসায়ীদের। হিন্দু সম্প্রদায়ের বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ আছে। এই নভেম্বরের ২৩, ২৪, ২৭, ২৮ ও ডিসেম্বরের ৩, ৪, ৭, ৮, ৯ ও ১৫ তারিখ বিয়ের জন্য শুভ ক্ষণ হিসেবে বিবেচিত।
সিএআইটির সভাপতি বিসি ভারতীয়া বলেছেন, কেবল দিল্লিতেই ৪ লাখের বেশি বিয়ের অনুষ্ঠান হবে। সেখান থেকে ব্যবসা হবে সোয়া লাখ কোটি রুপি।
বিয়ের মৌসুমে ভারতের সেবা খাতেরও বাড়বাড়ন্ত হবে বলে জানিয়েছে সিএআইটি। ভেন্যু ও হোটেল বাবদ ব্যয় হবে ৫ শতাংশ; অনুষ্ঠান ব্যবস্থাপনায় ৫ শতাংশ; সাজসজ্জায় ১২ শতাংশ; ক্যাটারিং সেবায় ১০ শতাংশ; ফুল সাজানোয় ৪ শতাংশ; যাতায়াত বাবদ ৩ শতাংশ; ফটো ও ভিডিওতে ২ শতাংশ; অর্কেস্ট্রা ও ব্যান্ডে ৩ শতাংশ; আলো ও শব্দের জন্য ৩ শতাংশ ও অন্যান্য সেবায় ৩ শতাংশ।