লোকসানের মুখে সরকারি শুয়োর উন্নয়ন খামার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৭:৫৭:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : লোকসানের মুখে পড়েছে সরকারি সরকারি শুয়োর উন্নয়ন খামার। গত ৯ দিনে ১০৪টি শূয়োর মারা গেছে।
১৯৮৪ সালে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িতে শূকর উন্নয়ন খামার প্রতিষ্ঠা করে সরকার। সম্প্রতি খামারে সোয়াইন ফিভার নামের একটি ভাইরাস হানা দিয়েছে। ভাইরাসটি বাংলাদেশে হানা দেওয়ার আগে আফ্রিকায় শনাক্ত হয়েছিল।
বুধবার (২২ নভেম্বর) রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা গণমাধ্যমকে বলেন, এই ভাইরাসে আক্রান্ত শূয়োর সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রায় শতভাগ মারা যায়।
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর পছন্দের মাংসের তালিকায় শূয়োরের মাংস অন্যতম। ১৯৮৪ সালে রাঙামাটি সদরের মানিকছড়িতে খামারটি প্রতিষ্ঠা করে সরকার। খামারটির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করা ও তাদের আমিষের চাহিদা পূরণ করতে সরকার ভর্তুকি দিয়ে শূয়োরের বাচ্চা উৎপাদন করে সেগুলো সরবরাহ করে আসছে।
গত ১৩ নভেম্বর পর্যন্ত এই খামারে ১৪ প্রজাতির ৩৯৮টি শূয়োর ছিল। ওই দিন থেকে ৯ দিনে ১০৪টি শূকর মারা গেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে আছে আরও ৫০টির বেশি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, অজ্ঞাত রোগ শনাক্ত করতে ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরে নমুনা পাঠানো হয়। ল্যাবে পরীক্ষা করে সোয়াইন ফিভার ভাইরাস শনাক্ত হয়।
তিনি বলেন, আজ (বুধবার) দুপুরে বিষয়টি আমাদের জানানো হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়লে পার্বত্য চট্টগ্রামে আরও যারা শূকর খামারি আছেন, তারা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।