ইসলামী আন্দোলন পাতানো নির্বাচনে যাবে না : চরমোনাই পীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ৫:৪০:২৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : পাতানো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির আমীর ও চরমোনাই মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সরকার যদি পাতানো নির্বাচন করে, তাহলে ভোট দিতে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি।
চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (২৩ নভেম্ব) সকালে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০১৪ আর ২০১৮ সালে দেখেছি দলীয় সরকারের অধিনে কোন নির্বাচন হয়নি। ওই নির্বাচন সাজানো, প্রহসন, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। তারা ক্ষমতায় থেকে ২৪ সালে একটা ফেয়ার নির্বাচন করবে এটা হতেই পারে না। আমরা স্পষ্ট ঘোষণা করছি এই পাতানো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাবে না।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ঢাকার জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম তিলপাড়ার মুহাতামীম মাওলানা ইউনুছ ঢালী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।