সিলেটের ৬টি আসনের দুটিতে এবার নতুন মুখ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৬:০৩:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ছয়টি আসনের দুটিতে এবার এসেছেন নতুন। তারা হলেন সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ।
আজ রোববার (২৬ নভেম্বর) সিলেট বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিলেট জেলার ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন-
সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন,
সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী,
সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব,
সিলেট-৪ আসনে ইমরান আহমদ,
সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ ও
সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ।