সিলেটের যে পাঁচজন এমপি এবার আ’লীগের মনোনয়ন পেলেন না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৩, ৬:১৩:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ রোববার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের দলীয় প্রার্থীদের নামঘোষণা করেন তিনি।
ঘোষিত তালিকায় স্থান হয়নি সিলেট বিভাগের ১৯টি আসনের পাঁচজন দলীয় এমপির।
তারা হলেন সুনামগঞ্জ-১ আসনের ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,
সুনামগঞ্জ-১ আসনের জয়া সেনগুপ্ত,
মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমদ,
হবিগঞ্জ-১ আসনে শাহনেওয়াজ গাজী (মিলাদ গাজী),
হবিগঞ্জ-২ আসনে আবদুল মজিদ খান ,
সিলেট-৫ আসনের হাফিজ আহমদ মজুমদার।