খাদিমনগরের লিলাপাড়ায় গেইটের তালা ভেঙে দুটি মোটরসাইকেল চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৩, ২:০০:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট শহরতলীর খাদিম নগর ইউনিয়নের লিলাপাড়া গ্রামে বসতঘরের কেসি গেইট তালা ভেঙে একসাথে দুটি মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার প্রায় দশ দিন পর গতকাল রোববার এয়ারপোর্ট থানায় মামলাটি নথিভুক্ত হয়।
এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বাদী লিলাপাড়া গ্রামের মৃত মবশ্বির আলীর পুত্র মোঃ শফিকুর রহমান মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১৬ নভেম্বর রাত ১২ টার পর একটি চিহ্নিত দুর্বৃত্ত চক্র কেসি গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে তার দুই ভাই আজিজুর রহমান ও সাঈদুর রহমানের মালিকানাধীন দুটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। যার নং সিলেট -১৪-৩৬৯০ ও সিলেট -হ-১৩-৬৪৪৫।
গাড়ি দুটির মূল্য আনুমানিক ২ লাখ টাকা। ভোর ৪টার দিকে পরিবারের লোকজন ফজরের নামাজ পড়তে উঠে দেখেন গেইট খোলা ও মোটরসাইকেল দুটি যথাস্থানে নেই। ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ১২ টা থেকে ভোর ৪ টার মধ্যে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় এজাহার দায়ের করলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ আহমদ বলেন, ঘটনা ১৬ নভেম্বর হলেও পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার সড়কগুলোর সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সন্দিগ্ধ আসামিদের নজরদারিতে রাখা হয়েছে। পুলিশ তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করবে।