বালুচরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় কাউন্সিলর নিপুর জামিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৮:১৫:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর বালুচর এলাকায় দলীয় কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ (১৯) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু জামিন পেয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হিরন মাহমুদ নিপুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
কাউন্সিলর হিরন মাহমুদের একটি ঘনিষ্ঠ সূত্র সিলেটের ডাককে এ তথ্য নিশ্চিত করেছে।
তাদের দাবি, হিরন মাহমুদ নিপু রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত নন। তার প্রতিপক্ষ মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।
গত বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নিহত আরিফের মা আখি বেগম বাদি হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামী করা হয়। মামলায় প্রধান আসামী করা হয় কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে।
ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে গত সোমবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট নগরীর টিভিগেইট এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফ আহমদকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে সড়কে ফেলে যায় দৃবৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১টার দিকে আরিফ মারা যান। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান মো. শামসুল ইসলাম গণামধ্যমকে জানান, নিহত আরিফের দুই পায়ের ঊরুর পেছনের দিকে, গোড়ালিতে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিলো। শরীরে ২০টি সুচালো ও ধারালো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে রক্তনালি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত আরিফ ছাত্রলীগের কোনো পদে না থাকলেও জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি নাজমুল ইসলামের সঙ্গে রাজনীতি করতেন। আরিফের বাবা ফটিক মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা চালান।