‘নকশী বাংলা’র মোড়ক উন্মোচনকালে পররাষ্ট্রমন্ত্রী
‘দেশ গঠনে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ৫:২০:৫৯ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের পর থেকে দেশ গঠনে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের উন্নয়নে তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এই কার্যক্রমকে অব্যাহত রাখতে হবে। এভাবেই সকলের প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে।
গতকাল সন্ধ্যায় নগরীর হাফিজ কমপ্লেক্সে মন্ত্রীর বাসভবনে শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের ২০ বছর পূর্তি স্মারক ‘নকশী বাংলা’র মোড়ক উন্মোচনকালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, অনেক সামাজিক সংগঠন কালের বিবর্তনের হারিয়ে যায়। কিন্তু নকশী বাংলা ফাউন্ডেশন বিশটি বছর ধরে তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়।
এ সময় উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আরটিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ উসমান গণি, প্রচার ও দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল রেশমা রুমা, পাঠাগার সম্পাদক মুসলেহ উদ্দিন মিলাদ, মুহিবুর রহমান মিছলু ও ফাতিন চৌধুরী। -বিজ্ঞপ্তি