মেয়র আনোয়ারুজ্জামান হাসপাতালে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৩:২০:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সভা থেকে তাকে সাথে সাথে নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বেলা ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ।
কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, আজ সোমবার সকাল সাড়ে ১১টায় করপোরেশনের নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে বেলা পৌণে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থবোধ করেন। সাথে সাথে সভা মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।