হাসপাতাল ছেড়ে নগর ভবনে মেয়র আনোয়ারুজ্জামান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৫:০৯:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মেয়রের অসুস্থতাজনিত কারণে মুলতবী করা হয়েছিল করপোরেশনের সভা। কিন্তু আড়াইঘন্টা চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়ে ফের নগর ভবনে ফেরেন মেয়র আনোয়রুজ্জামান।
হাসপাতাল থেকে নগরভবনে ফিরে মুলতবী সভা শুরুর তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় করপোরেশনের নতুন পরিষদের প্রথম সভা শুরু হয়। সভা চলাকালে বেলা পৌণে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থবোধ করেন। সাথে সাথে সভা মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
মেয়র কিছুটা সুস্থবোধ করায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতাল ত্যাগ করে নগর ভবনে ফিরেন।