ফুটবলের আঘাতে কলেজ ছাত্রের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৭:৪৯:১২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : ফুটবল খেলতে গিয়ে বলের আঘাতে সপ্নীল হােসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে এ ঘটনা ঘটে। সপ্নীল তেরাইল গ্রামের কাউছার আলীর ছেলে এবং স্থানীয় তেরাইল-জােড়পুকুরিয়া বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, সপ্নীল বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফুটবলের আঘাতে সে মাঠে লুটিয়ে পড়ে গুরুতরভাবে অসুস্থ হয়। এ সময় অন্য খেলোয়াড়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। বলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।
গাংনী থানা পুলিশের ওসি তাজুল ইসলাম বলেন, ফুটবল খেলতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।