শিবেরবাজারে ৫৮ বোতল মদসহ ২ জন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৮:১৩:২২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটের সদর উপজেলার শিবেরবাজার এলাকা থেকে ৫৮ বোতল ভারতীয় মদসহ দু্ইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে সিলেটের জালালাবাদ থানার মেঘারগাঁও ইউনিয়নের শিবেরবাজার এলাকা থেকে এসব মদ জব্দ করে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জালালাবাদ থানার মেঘারগাঁও ইউনিয়নের শিবেরবাজার এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানা পুলিশ। এ সময় ৫৮ বোতল ভারতীয় মদ ও দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সাদিক মিয়া (২৪), মো. এনাম মিয়া (২৩) আর মো. এলাইছ মিয়া (২৮) নামে একজন পলাতক রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।