অবরোধের সমর্থনে পাগলা বাজারে বিএনপির মশাল মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৮:৫২:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : অবরোধের সমর্থনে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মশাল মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার পাগলা বাজার বাসস্ট্যান্ডে মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্বে দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফারুক আহমদ।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হবে, নির্দলীয় সরকার না দেওয়া হবে, বিএনপির মহাসচিবসহ সকল নেতাকর্মীর উপর থেকে মামলা প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেবে না।