সিলেটে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৭:৪৮:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে সড়ক অবরোধের চেষ্টাকালে বিএনপির অঙ্গসংগঠনের চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে মহানগরের সোবহানীঘাট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসার খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরের সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিল নিয়ে তারা শাহজাজলাল উপশহরের গিয়ে সড়কে বসে অবরোধের চেষ্টা করলে খবর পেয়ে সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ ছাত্রদলের দুই নেতা রাসেল ও লিমনকে আটক করে।
পরে অভিযান চালিয়ে স্বেচ্ছাসবেক দলেল দুই নেতা মাহবুবুল ও আফসারকে আটক করে পুলিশ।