লন্ডনের রাস্তায় ম্যাগাজিন বিক্রি বৃটিশ প্রিন্সের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অফ ওয়েলস প্রিন্স উইলিয়ামকে লন্ডনের রাস্তায় ম্যাগাজিন বিক্রি করতে দেখা গেছে। ৫ ডিসেম্বর রাজধানীর হ্যামারস্মিথ এলাকায় টেস্কোর একটি শাখায় ম্যাগাজিন বিক্রেতা ডেভ মার্টিনের সাথে ম্যাগাজিন বিক্রি করেন তিনি।
জনপ্রিয় ম্যাগাজিনটির নাম ‘বিগ ইস্যু’ -এটি একটি চ্যারিটেবল ম্যাগাজিন, যা প্রকাশনা ও বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন সেবামূলক কাজে ব্যয় করা হয়। এই আয়ের অর্থগুলো বড় দিন উপলক্ষে গৃহহীনদের সাহায্য করতে ব্যয় করা হবে। বিগ ক্রিসমাসের একটি ঐতিহ্য অব্যাহত রাখতে গৃহহীনদের সাহায্য করার জন্য ম্যাগাজিন বিক্রি করে। এর মধ্য দিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন প্রিন্স অফ ওয়েলস।
প্রিন্সকে হঠাৎ ম্যাগাজিন বিক্রি করতে দেখে ক্রেতারা হতবাক হয়ে যান। এ সময় বিগ ইস্যুর নির্ধারিত পোশাকে উইলিয়ামকে দেখা যায়। ক্রেতাদের সঙ্গে হাসি মুখে স্বাচ্ছন্দে সেলফিও তুলেন প্রিন্স। বিক্রি পর্ব শেষ করে উইলিয়াম নিজ এক্স একাউন্টে ছবি সম্বলিত একটি পোস্ট করেন। এতে তিনি লিখেন, ”Great to be back with Dave, selling the latest edition of the @BigIssue once again! ” অর্থাৎ ডেইভ-এর @BigIssue এর সর্বশেষ সংস্করণ আবার বিক্রি করে ডেভের সাথে ফিরে আসতে পেরে দারুণ লাগছে!
রাজপরিবারের সদস্যের এই উদারতামূলক কাজ সর্বমহলে প্রশংসিত হয়েছে। সবাই তার ছবিগুলো পোস্ট করে তাকে নিয়ে লিখছেন।
প্রিন্স উইলিয়াম এর আগেও একরকম সেবামূলক কাজে জনগণের সাথে রাস্তায় নেমেছেন।