ভ্যান্টিলেটর ভেঙে পালানো সেই আসামি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ১:৩২:৫৯ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জকিগঞ্জ থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাসেল আহমদ রাসু (২৪) কে গ্রেফতার করা হয়েছে। হাজত থেকে পালিয়ে যাওয়ার প্রায় ৩০ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার বিলেরবন্দ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদের নেতৃত্বে একদল পুলিশ। সে বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
এর আগে একটি চুরির মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় গত বুধবার সকাল সাতটার দিকে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে রেখেছিলো পুলিশ। ঐদিন সকাল ১০টার দিকে হাজতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তাৎক্ষণিক পুলিশ টের পায় হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে রাসেল আহমদ রাসু পালিয়েছে। এরপর তাকে আবারও গ্রেফতারে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ একাধিক স্থানে টানা অভিযান চালায়। অবশেষে ৩০ ঘন্টার মাথায় গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়। এ ঘটনায় রাসেল আহমদ রাসুর বিরুদ্ধে পুলিশ হেফাজত থেকে পলায়নের দায়ে একটি মামলা দায়ের করেছে।
অন্যদিকে, থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পালানোর ঘটনা তদন্তে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. সেলিমকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ মামুন। কমিটির অন্য দুই সদস্য হলেন-জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও জেলা গোয়েন্দা শাখা (প্রশাসন) মো.জামশেদ আলম। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, রাসেল আহমদ রাসু দুর্র্ধর্ষ চোর চক্রের সক্রিয় সদস্য। সে বাসাবাড়ির ভেন্টিলেটর ভেঙ্গে চুরি করতে খুবই পটু। ভেন্টিলেটর ভেঙে ছোট ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে সবকিছু লুটে নেয়। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বেশির ভাগ চুরির ঘটনাই ভেন্টিলেটর ভেঙে সে সংগঠিত করে। দুর্ধর্ষ চুরির ঘটনায় বেশ কয়েকবার জেলও খেটেছে। সম্প্রতি সে বিলেরবন্দ এলাকায় একটি বাসার ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, রাসেল আহমদ রাসুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজত থেকে পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।