মাদরাসাতুল হাসানাইনের গ্রাজুয়েশন প্রোগ্রাম সম্পন্ন
‘ইসলামি শিক্ষা সম্প্রসারণে প্রশংসনীয় ভূমিকা রাখছে মাদরাসাতুল হাসানাইন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৯:০৩ অপরাহ্ন
সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ মাদরাসাতুল হাসানাইনের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আলেমা ও হাফিজাদের গ্রাজুয়েশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শায়খ শাব্বীর আহমাদের সভাপতিত্বে এ প্রোগ্রাম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস মাওলানা নজির আহমদ ঝিঙ্গাবাড়ী। বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম ও দরগাহ মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদী।
মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মাশহুদ আহমদ ও শিক্ষক মাওলানা ফাহিম আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা ক্বারী মুজ্জাম্মিল হোসাইন, মাওলানা হাবীব আহমদ শিহাব ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদরাসাতুল হাসানাইন সিলেট সিটি কর্পোরেশন এলাকায় নারীদের মধ্যে ইসলামী শিক্ষা সম্প্রসারণে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ইসলামী ও জাগতিক শিক্ষা সমন্বয়ে ছাত্রীদের মেধা বিকাশে সক্ষমতা প্রদর্শন করেছে।
অনুষ্ঠানে ১৭ জন আলিমা ও হাফেযাকে গ্রাজুয়েশন সার্টিফিকেট, গাউন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গ্রাজুয়েশন প্রোগ্রাম উপলক্ষে পুরুষ ও মহিলাদের জন্য উৎসবমুখর পরিবেশে পৃথকভাবে সমাবেশের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক শাব্বীর আহমদ উপস্থিত অভিভাবক, মেহমান, দেশিবিদেশী দাতা ও শুভাকাঙ্খী প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। -বিজ্ঞপ্তি