কেমুসাস বইমেলা-মঞ্চে কবিতা বিষয়ক আলোচনাসভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৮:৫৫:১১ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সপ্তদশ কেমুসাস বইমেলার ১২তম দিনের
আয়োজনে ছিল ‘বাংলা সাহিত্যে কবিতা’ বিষয়ক আলোচনা সভা। মঙ্গলবার (১২
ডিসেম্বর) সন্ধ্যায় বইমেলা মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনুর সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচকের বক্তব্য দেন কবি ও প্রাবন্ধিক মীনাক্ষি
সাহা। মূল প্রবন্ধ রচনা ও পাঠ করেন কবি ওয়াহিদ রোকন।
নাওয়াজ মারজান ও হুসাইন ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি
মালেকুল হক, কবি সুমন বনিক ও সাইয়্যিদ মুজাদ্দিদ।
অনুষ্ঠানে বাংলা সাহিত্যে কবিতার পথপরিক্রমা ও অবদান নিয়ে আলোচনা করেন
বক্তারা। এসময় বক্তারা বলেন, বাংলা সাহিত্যে কবিতার পথচলা অল্প দিনের নয়।
আজকে যা গান তা-ই একসময় গীতিকবিতা বা কবিতাতুল্য ছিল। মধ্যযুগ পর্যন্ত এই
ধারা অব্যাহত ছিল। বাংলা কবিতার ইতিহাস প্রধানত তার ভাষা ও আঙ্গিকগত
রূপান্তরের ইতিহাস। বাংলা ভাষা তথা সাহিত্যের ইতিহাসে চর্যাপদকে কবিতার
নিদর্শন হিসেবে ধরা হয়ে থাকে। যা আবার ধর্মগীত বা গান। তবে তা-ই কবিতা।
বক্তারা আরও বলেন, বাংলা কবিতার উৎপত্তি থেকে অদ্যাবধি ধারাবাহিক যে
ইতিহাস তা অতি দীর্ঘ। হাজার বছরের ইতিহাস। এই অঞ্চলের সমাজ-রাজনীতি,
ব্যক্তিগত আনন্দ-বেদনা, দ্রোহ-বিদ্রোহ ও প্রেম-বিরহের পরিবহণ বাংলা
কবিতা। বাংলা কবিতা ও সাহিত্যের ইতিহাস সমসাময়িক। প্রাচীন যুগ থেকে
মধ্যযুগ পর্যন্ত সাহিত্যতৎপরাতায় একক আধিপত্য ছিলো কবিতার।-বিজ্ঞপ্তি