সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৮:৫৮:০৮ অপরাহ্ন
নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখা।
বুধবার (১৩ ডিসেম্বর) বুধবার বিকাল সাড়ে চারটায় আম্বরখানা পয়েন্টে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাশ খোকন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ প্রমূখ। বিজ্ঞপ্তি