পররাষ্ট্রমন্ত্রীকে ‘সম্মান জানিয়ে’ নির্বাচন করছেন না জাপা প্রার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৪:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি ‘সম্মান জানিয়ে’ নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক নজরুল ইসলাম বাবুল।
নজরুল ইসলাম বাবুলের এই ত্যাগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে বুধবার বিকালে হঠাৎ তার সিলেট গোটাটিকরস্থ ব্যবসায়িক কার্যালয়ে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
কুশল বিনিময় করেন বাবুলের সঙ্গে, জানান ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
নজরুল ইসলাম বাবুল সিলেট সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করে। এতে তিনি দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তার মালিকানাধীন পত্রিকা ‘একাত্তরের কথা’য় ‘সিলেট-১ আসনে রাজি নয় বাবুল’ শিরোনামে রিপোর্টও প্রকাশ হয়। অবশেষে দলের সিদ্ধান্ত না মেনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি ‘সম্মান জানিয়ে’ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
নজরুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার একটি অভিজাত পরিবার। তার ভাই সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সিলেটের উন্নয়নের অনেক কিছু করেছেন। তিনিও অসামান্য অবদান রেখে চলেছেন সিলেটের জন্য। এ অবস্থায় সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা আমার পক্ষে উচিত মনে করছি না। তাই দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এতে যদি দল আমাকে বহিষ্কার করে তবু আমার কিছু যায় আসে না।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এই মানুষটির সঙ্গে (বাবুল) আমার কোনো ব্যক্তিগত সখ্য নেই। নির্বাচন বিষয়ে তার সঙ্গে কোনো আলাপও হয়নি; কিন্তু আমার জন্য তিনি দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাই আমার মনে হলো তার সঙ্গে একবার দেখা করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো দরকার।