লন্ডনের থিয়েটারে প্রদর্শিত হলো ‘মুজিব’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪২:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে বাংলাদেশ ও ভারতের হাইকমিশন যৌথভাবে লন্ডনের একটি বিশিষ্ট থিয়েটারে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভিত্তি করে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।
গৌরবময় ‘বিজয়ের মাস’ ও বাংলাদেশ-ভারত বন্ধুত্ব উদযাপনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে তরুণ ব্রিটিশ-বাংলাদেশি ও ব্রিটিশ-এশীয়দের একটি পূর্ণাঙ্গ হাউজ অংশ নিয়েছে।
ব্রিটিশ হাউজ অব লর্ডসের সদস্য, কূটনীতিক, ব্রিটিশ শিক্ষাবিদ, পেশাদার ও মূলধারার সাংবাদিকরাও সোমবার সন্ধ্যায় বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বায়োপিকের প্রধান উপদেষ্টা ড. গওহর রিজভী।
স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও যুক্তরাজ্যে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।
অনুষ্ঠানে ডক্টর গওহর রিজভী বলেন, ‘চলচ্চিত্রটি একটি ঐতিহাসিক দলিল যা বঙ্গবন্ধুর জীবনকাহিনী ও দীর্ঘ সংগ্রামের সারমর্মকে ফুটয়ে তুলেছে।’
তিনি উল্লেখ করেন, আড়াই ঘণ্টার চলচ্চিত্রে আন্তর্জাতিকভাবে প্রশংসিত পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগের দীর্ঘ ইতিহাসকে সুন্দরভাবে তুলে ধরেছেন।
হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার স্বাগত বক্তব্যে ২০১৭ সালের এপ্রিলে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও উত্তরাধিকারের ওপর বায়োপিক তৈরির পরিকল্পনা যৌথভাবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘এই বায়োপিক দক্ষিণ এশিয়ার একজন নেতার অসাধারণ জীবন তুলে ধরেছে যিনি বাংলাদেশ ও দেশের জনগণের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। ২০০৪ সালে বিশ্বব্যাপী একটি চালিয়েছিল বিবিসি। যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে স্বীকৃতি পেয়েছেন বঙ্গবন্ধু। নোবেল বিজয়ী অমর্ত্য সেনও তাকে ‘বিশ্ববন্ধু’ আখ্যা দিয়েছেন।’