জগন্নাথপুরে ছাত্রদলের যুগ্ম আহবায়ক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫১:২৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ইকবাল হোসেনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাত আলী জানান, মঙ্গলবার বিকালে পৌর শহরের ছিলাউরা পয়েন্টে ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল করছিল। মিছিলে নাশকতা চেষ্টার অভিযোগে ইকবালকে গ্রেফতার করা হয়। পূর্বের দায়েরকৃত নাশকতার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার ইকবালের পিতা জগন্নাথপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মানিক মিয়া বলেন, আমার ছেলে খুবই শান্তিপ্রিয়। সে নাশকতা করার মতো ব্যক্তি নয়। পুলিশ বিনা অপরাধে আমার ছেলেকে হয়রানি করছে।