শহিদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সিটি করপোরেশনের শ্রদ্ধাঞ্জলি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ৫:২৬:০৮ অপরাহ্ন
যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দবিস পালন করেছে সিলেট সিটি করপোরেশন। দিবসটি উপলক্ষে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল দশটায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ১৯৭১ সালে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানী হানাদার বাহিনি ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামসরা এদেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবিসাহিত্যিকদের হত্যা করে। বিজ্ঞপ্তি