দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদের বড় বোনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ৬:৩০:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদের বড় বোন হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি স্বামী, তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ জানান, আগামীকাল শুক্রবার বাদ জুমা নগরীর মেজরটিলা মোহাম্মদপুর মাদরাসা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি সকলের কাছে মরহুমার জন্য দোয়া কামনা করেন।