শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ৭:০৭:৩৯ অপরাহ্ন
সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকারমুল কবির, সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আব্দুল বাতিন ফয়সল, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, শেখ আশরাফুল আলম নাসির, মাহবুবুর রহমান রিপন, গোলজার আহমেদ, জাবেদ আহমদ, নৌসাদ আহমেদ চৌধুরী, দিগেন সিংহ, প্রত্যুষ তালুকদার, সহযোগী সদস্য নুরুল ইসলাম, শফি আহমদ, এইচ এম শহীদুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি