সড়ক দুর্ঘটনায় আহত গোলাপগঞ্জের শিক্ষার্থী নাহিদের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:২০:২১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেট-তামাবিল সড়কের সারিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী আবু নাহিদের (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১টা ৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাহিদ গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে। তিনি উপজেলার ভাদেশ্বর কলেজ থেকে সদ্য এইচএসসি পরীক্ষা দিয়ে উর্ত্তীণ হয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আবু নাহিদের চাচা হাফেজ আব্দুল আলীম। তিনি জানান, সড়ক দুর্ঘটনার পর নাহিদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।
গত ৯ ডিসেম্বর জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরে শাপলা বিলের সৌন্দর্য্য উপভোগ করতে সিলেট-তামাবিল সড়কের সারিঘাট এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন নাহিদ ও তার বন্ধু তানিম। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকরা গোলাপগঞ্জ উপজেলার পানিআগা গ্রামের বোধন মিয়ার ছেলে তানিমকে মৃত ঘোষণা করেন। চার দিন পর মারা গেলেন নাহিদও।