প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটে যুবলীগের আনন্দ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮:২৩ অপরাহ্ন
আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়।
আনন্দ মিছিলের পূর্বে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে শেখ হাসিনা সিলেট আগমন ও জনসভাকে সফল করার লক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, দীর্ঘদিন পরে বাঙালীর আশা আকাংখার প্রতীক আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা সিলেট আগমন করবেন। নেত্রীর আগমন উপলক্ষে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। তার আগমন ও জনসভাকে সফল করতে সিলেট মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রীর আগমন ও জনসভাকে সফল করতে আমরা স্তস্ফূর্ত ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি ফাইয়াজ খান সলিট, অ্যাড. লিটন মিয়া, সৈয়দ গুলজার আহমদ, আব্দুর রব সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. ময়নুল হক ইলিয়াছি (দিনার চৌধুরী), সঞ্জয় কুমার চৌধুরী, প্রচার সম্পাদক মোহাইমিন চৌধুরী বাপ্পী, দপ্তর সম্পাদক মো. সাকারিয়া হোসেন সাকির, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, অর্থ সম্পাদক আনিসুর রহমান তিতাস, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম লিটন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. সারোয়ার মাহমুদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সাজু, তথ্য ও যোগাযোগ বিষযক সম্পাদক সাজার আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সেবুল আহমদ সাগর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মদ আবুল কাশেম, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবিদুর রহমান শিপলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ, ক্রীড়া সম্পাদক মো. মঞ্জুর আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়সল আজাদ খান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মাসুদ মিয়া পীর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ফারুকুল ইসলাম, মুুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল খালিক লাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাড. আকবর হোসেন, উপ-ক্রীড়া সম্পাদক সোহরাব আলী, উপ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জিয়াউল হক জিয়া, সহ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, জুবের আহমদ, মইনুল ইসলাম চৌধুরী, মো. সাঈদ ইকবাল, মনসুর আহমদ চৌধুরী সুমন, জাকেরিন রেজা চৌধুরী জয়, আমিনুল ইসলাম আমিন, আব্দুল সুফিয়ান খান রিমু, মো. সাদিকুর রহমান সোহাগ, সদস্য মাজেদ আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী আমিন আরিয়ান, জাহিদ হাসান, রাজিব চক্রবর্তী, ইব্রাহিম আহমদ জেসি, শেখ মুর্শেদ ছামি, মিফতাহুর রহমান রাকীন, মো, নাইম আহমদ ও এমদাদুল হক উবেদ, আব্দুল হাফিজ নুর আলী, আবির হাসান রানা, স্বপন সরকার, তানবির আহমদ, শাকিল আহমদ, রাজু আহমদ, সাঈদুল হক সাঈদ, সুমন চৌধুরী, আব্দুল কাদির ইমন, রেজাউল করিম হাসান, হিফজুর রহমান, মাসুক মিয়া, সাঈদ খান সিজান, সাবেল আহমদ, সাজ্জাদ আহমদ, তারেক আহমদ, মেহেদী হাসান, লন্টু গোপ রাজু, অপরাজীত ঘোষ, আহমেদ ইবনে নোমান, হুমায়ুন কবির শামিম, রায়হান আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি