১৯ লাখ টাকা খরচ করে কানাডায় গিয়ে হার্ট এটাকে মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : গত ৫ সেপ্টেম্বর তানভির (২৮) নামের এক যুবক ১৯ লাখ টাকা খরচ করে ভিজিট ভিসায় এসে টরন্টোতে এ্যাসাইলাম নেন। সে থাকতেন বাংলা টাউনের ডেনফোর্থ এলাকার থায়রা এভিনিউতে। গত আড়াই মাসে অনেকের মতো নানান সংকটে হতাশ হয়ে পড়েন এবং গত ১০ নভেম্বর হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। তার লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে কানাডিয়ান বাংলাদেশি ইসলামিক ফিওনারেল।
জানা গেছে, তানভীরের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে। বাবা-মায়ের একমাত্র ছেলে তিনি। ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষ করে বুক ভরা স্বপ্ন নিয়ে কানাডা যান। তবে স্বপ্ন পুরণ হলো না তার।
ব্যারিস্টার রেজুয়ান রহমান ইত্তেফাককে জানান, তানভীরের লাশ দেশে পাঠানোর জন্য বারো-তেরো হাজার ডালারের দরকার ছিল। সেই অর্থের জন্য কমিউনিটির শুভার্থীরা এগিয়ে এসেছেন। ফলে তার লাশ দেশে পাঠানো সম্ভব হলো।
বৃহস্পতিবার স্থানীয় সময় বাদ জহুর তার নামাজে অনুষ্ঠিত হয়েছে ড্যানফোর্থ অ্যান্ড ভিক্টোরিয়া পার্কস্থ বায়তুল আমান মসজিদে।