সিলেটে আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির শ্রদ্ধা নিবেদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৭:১৩:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘দেশে গণতন্ত্র ফেরাতে না পারলে, জনগণের ভোটাধিকার ফেরাতে না পারলে আমাদের স্বাধীনতা, বিজয় মূল্যহীন হয়ে পড়ে। জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপির আন্দোলন চলমান থাকবে।’
মহান বিজয় দিবসে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিসারত আজিম হক আদনান, শ্রমিক দল মহানগর সাবেক সভাপতি ইউনুস আহমদ, জালাল খান, মহানগর বিএনপি’র সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ তোহেল, চেয়ারম্যান আহমেদ জিলু, জসিম উদ্দিন, আলতাফ হোসেন বিলাল, সাইফুর রহমান, রুম্মান আহমদ, তসির আলী, দিলাল আহমদ, এম জহুরুল ইসলাম মখর, আব্দুল্লাহ আল মামুন, ইকরাম হোসেন, ইনতেজার আলী, মদন মোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আফজল হোসেন, শ্রমিক দলের আব্দুল মুকিত, ফয়ছল আহমেদ টিপু, আরাফাত হোসেন, ইমরান হোসেন, রায়হান আহমদ, আনিয়ান খান সজীব প্রমুখ।