শেষ হলো শ্রুতির বিভাগীয় আবৃত্তি উৎসব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৭:৪৮:১১ অপরাহ্ন

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রুতি পুরানলেনস্থ কার্যালয় হতে শহীদ মিনারের উদ্দেশ্যে আলোর মিছিল বের হয়। বিজয়ের ৫২ বছর উপলক্ষে তিনদিন ব্যাপী শ্রুতি বিভাগীয় আবৃত্তি উৎসবের শেষদিনের বিশেষ আয়োজন ছিল এটি। দিনের সূর্য ডুবে যাওয়ার পরপরই শুভ শক্তির উন্মেষের লক্ষে বের হয় আলোর মিছিল। আলোর সন্ধানী শতশত তরুণ প্রজন্মের কন্ঠে ধ্বনিত হয় ‘আলোর পথযাত্রী, এ যে রাত্রী এখানে থেমো না’।
এতে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম সেলিম, সাংস্কৃতিক জোটের গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা, কবি সুমন বনিক, শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত।
অনুষ্ঠানের শুরুতে সদস্য সচিবের স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী এবং সংগঠক সুকান্ত গুপ্ত।-বিজ্ঞপ্তি