বিজয় দিবসে সিলেট প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৯:৩২:০২ অপরাহ্ন
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, নির্বাহী কমিটির সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও আব্দুর রাজ্জাক, সদস্য আব্দুল বাতিন ফয়সল, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. ফয়ছল আলম, এম এ মতিন, নাজমুল কবীর পাভেল, মো. দুলাল হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি