সিলেটের কদমতলীতে বাসে আগুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৯:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনালের নিকটে রেলওয়ে স্টেশনের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে কয়েকটি বাস পার্কিং করা ছিল। রাত সোয়া ৮টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিসংযোগের বিষয়টি টের পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পানি নিয়ে এগিয়ে আসেন। তাদের চেষ্টায় আগুন নিভে যায়। আগুনে বাসের কয়েকটি সিট পুড়েে গেছে বলে জানা গেছে।
পুলিশের ধারণা, অবরোধ ও হরতাল সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে।
এর আগেও দুর্বৃত্তরা সিলেটের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন দিয়েছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে।