বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের বিজয় র্যালি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪:৪৭ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ছাত্র জমিয়তের বিয়ানীবাজার উপজেলা শাখা সভাপতি আব্দুল্লাহ ও সেক্রেটারি জাহিদ আহমদের নেতৃত্বে বিজয় র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বিয়ানীবাজারস্থ নিউ মোস্তফা পার্টি সেন্টারে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
র্যালি শেষে বিয়ানীবাজারস্থ নিউ মোস্তফা পার্টি সেন্টারে শাখা সভাপতি হাফিজ আব্দুল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম জুমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়ত (দক্ষিণের) সহসভাপতি আলহাজ্ব শামসুদ্দীন বাণীগ্রামী, বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী।
কাউন্সিলে জাহিদ আহমদকে সভাপতি, ওলিউর রহমানকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল রাহাতকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসেমী।
কাউন্সিল পরবর্তীতে শপথ বাক্য পাঠ করান, বিয়ানীবাজার উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জালালুদ্দিন, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, মাওলানা আব্দুল হামিদ খান, মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা শরিফুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, কামরুল হক সহ অধিনস্থ শাখা সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি