বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তেলআবিবে, বিপাকে ইসরায়েল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৫:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : গাজায় হামাসের হাতে জিম্মি হিসেবে থাকা নিজেদের তিনজন নাগরিককে ‘ভুল করে’ নিজেরাই হত্যা করে বিপাকে পড়েছে ইসরায়েলি বাহিনী। জিম্মি হত্যার খবর ছড়িয়ে পড়ার তেলআবিবে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় দেশটিতে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় জিম্মি মুক্তি নিয়ে অনেকটা বাধ্য হয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল।
নিহত তিন ইসরায়েলি জিম্মি হলেন ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালন শামরিজ (২৬)। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইসরায়েলি বাহিনী বলেছে, গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া এলাকায় শুক্রবার অভিযানের সময় তাদের গুলিতে ওই তিনজন নিহত হন। এ ঘটনাকে ‘অবর্ণনীয় দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেছেন, ‘এটা দুঃখজনক ভুল।’
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে জিম্মি করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা। মাঝে যুদ্ধবিরতি চলার সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখনো হামাসের কাছে ১৪০ জনের মতো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েল জানিয়েছে।
শনিবার ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, ভুল করে তিন জিম্মিকে গুলি করে হত্যার সময় তাঁদের হাতে সাদা পতাকা ছিল। এই কর্মকর্তা বলেন, একজন সেনা শুক্রবার শেজাইয়া এলাকায় স্বল্প দূরত্ব থেকে ওই জিম্মিদের বেরিয়ে আসতে দেখেন। তাঁদের হাতে থাকা একটি লাঠিতে সাদা কাপড় বাঁধা ছিল।
সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট একজন সেনা তাঁদের (জিম্মি) হুমকি মনে করেন ও গুলি চালান। ওই সেনাসদস্য তাঁদের সন্ত্রাসী আখ্যা দিলে অন্য সেনারা তখন গুলি চালান। এ ঘটনায় তাৎক্ষণিক দুই জিম্মি নিহত হন।
তৃতীয়জন আহত হন। তাঁকে কাছাকাছি একটি ভবনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ সময় হিব্রু ভাষায় সাহায্য চান তিনি। পরে তিনিও মারা যান।
জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে আলোচনায় বসতে আগে থেকেই ইসরায়েলের ভেতর থেকে চাপ ছিল দেশটির সরকারের ওপর। তিন জিম্মি হত্যার ঘটনার পর এ চাপ আরও বেড়েছে।