ইসরায়েলি এজেন্টকে ফাঁসি দিলো ইরান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টের ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে শনিবার ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
আইআরএনএর বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, গোয়েন্দা সংস্থা মোসাদের ওই এজেন্টের নাম প্রকাশ করেনি সিস্তান-বেলুচিস্তান প্রদেশ কর্তৃপক্ষ। এমনকি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনেও নেই কোনো নাম। শুধু বলা হয়, ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলছে, বিদেশি সংস্থার সঙ্গে এই ব্যক্তির নিয়মিত যোগাযোগ ছিল। বিশেষ করে মোসাদের সঙ্গে।তিনি বিভিন্ন গোপন নথি চুরি করে সরবরাহ করতেন।
প্রতিবেদন মতে, সম্প্রতি ইরানে রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণামূলক কর্মকাণ্ড চালানো সংগঠনদের সঙ্গেও কাজ করেন ওই ব্যক্তি। এ ছাড়া মোসাদের একজন কর্মকর্তার কাছে গোপন অনেক তথ্য দিয়েছেন। তবে কবে ও কোথায় এসব তথ্য তিনি দিয়েছেন, তা উল্লেখ করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের জাহেদান কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয়।